[কবুতর রোগ] মাদি কবুতরের ডিম পারার পরে প্যারালাইজড সমস্যা || কবুতরের ডিম পাড়ার সমস্যা

আসসালামু আলাইকুম 

মাদি কবুতরের ডিম পারার পরে প্যারালাইজড সমস্যা || কবুতরের ডিম পাড়ার সমস্যা
কবুতরের ডিম

আজকে মাদি কবুতরের ডিম পারার পরে প্যারালাইজড সমস্যা নিয়ে আলোচনা করবো। 

মাদি কবুতরের প্যারালাইজড রোগের কারন ও লক্ষন।

আসলে এটা তেমন কঠিন কোন রোগ না। সাধারণত অনেক সময় ডিম পারার পরেই এই সমস্যা দেখা দেয়। এই সমস্যার লক্ষন হচ্ছে ডিম পারার পরে মাদি কবুতর ডানা পা সহ পুরো বডি প্যারালাইজড হয়ে পরে থাকে। অনেক সময় প্যারালাইজড না হয়ে দুর্বল হয়ে যায় ডানা ঝুলে থাকে। 
এর কারন হচ্ছে কবুতর ঘন ঘন ডিম পারলে, রেষ্টে না দিয়ে অনবরত ডিম নিতে থাকলে ও ক্যালসিয়ামেত অভাবে এই সমস্যা দেখা দেয়। 

মাদি কবুতরের প্যারালাইজড চিকিৎসা।

১ঃ প্রথমেই ডিম গুলো সরিয়ে ফেলতে হবে ও নরটা আলাদা করে দিতে হবে।
২ঃ সাধারণত এই সমস্যায় কবুতর একাই খাবার খায়।  তবে যদি পুরো বডি প্যারালাইজড হয় তাহলে খাবারের পাত্রের সামনে আসার শক্তি থাকেনা এইজন্য কবুতরের খোরার সামনে খাবারের বাটি দিতে হয়। যদি একা না খায় তাহলে ছোলা বুট ভিজিয়ে ১৫-২৫ টা হাতে ধরে খাইয়ে দিবেন। 
৩ঃ প্রথম ৩ দিন সকালে ১ টা করে বিওভিট বিকেলে ১ টা করে ক্যালটেট খাওয়াবেন। 
৪ঃ পরের ৩ দিন বিকেলে ১ টা করে কড লিভার ওয়েল খাওয়াবেন। 

ইনসাআল্লাহ প্রথম ২ দিনেই কবুতর দারিয়ে যাবে এবং ৩য় দিনে ৮০% সুস্থ হয়ে যাবে। কিন্তু ৩ দিনে সুস্থ ভেবে কড লিভার ওয়েল টা না খাওয়ালে পরবর্তীতে আবার এই সমস্যা দেখা দিতে পারে। তাই অবস্যই ৬ দিনের কোর্স টা কমপ্লিট করাবেন। কারন কড লিভার ওয়েল টা সরিলের ক্যালসিয়ামের ঘাটতি টা পুরন করবে। 
বিঃদ্রঃ আমি এই ভাবে ট্রিটমেন্ট করে ১০০% উপকার পেয়েছি তাই একান্তই আমার নিজের প্রয়োগ করা ট্রিটমেন্ট টা সেয়ার করেছি। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

পোস্ট ভালো লাগলে ও পরবর্তী আরো সমস্যার সমাধান পেতে ব্লকটি ফলো করে একটিভ থাকুন

পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছেঃ SA Pigeons Loft 

আমাদের আরো কিছু পোস্টঃ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ