[ কবুতর পালন] নতুন কবুতর পালনকারীদের জন্য কিছু কথা। || কবুতর পালন কত কষ্টকর.?

আসসালামুয়ালাইকুম 
শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে।

কবুতর পাল। || pigeons farm. || pigeons bangla.
কবুতর পালন বাংলা  


যারা নতুন কবুতর পালা শুরু করছেন অথবা পালতে ইচ্ছুক তাদের কে বলছি, দেখেন কবুতর যদি শখ করে দুই চার জোড়া পালেন সেটা ভিন্ন কথা কিন্তু লাভের আশায় যদি কবুতর পালতে চান তাহলে দশবার ভাবুন তার পর সিদ্ধান্ত নিন। 

বাহির থেকে কবুতর পালা যত সহজ মনে হয় ফেন্সি কবুতর পালা তত সহজ নয়। 

ভেবে দেখেন আপনার হাতে যথেস্ট সময় আছে কিনা কবুতরকে দেয়ার জন্য? 

যদি খাচায় পালেন তাহলে সপ্তাহে একদিন ট্রে পরিস্কার করতে পারবেন কিনা?  

কবুতরের রোগ সম্পর্কে আপনার ধারনা আছে কিনা?  

খাবার ও পানির বাটি প্রতিদিন পরিস্কার করতে পারবেন কিনা?  

ফেন্সি কবুতর যেহেতু খাচায় থাকে তাই এদেরকে কিছু ভিটামিন দিতে হয়, সে সম্পর্কে আপনার ধারনা আছে কি না?

ধরে নিলাম এসব ব্যাপারে আপনার কিছু ধারনা আছে এবং আপনি কবুতর পালা শুরু করলেন। কি কবুতর দিয়ে আপনি শুরু করবেন, আমি আপনাকে একটা কথাই বলবো অবশ্যই কোন দামি কবুতর কিনবেন না দয়া করে। সবচেয়ে ভাল হয় লক্ষা আর সিরাজি দিয়া শুরু করা কারন এরা নিজেদের বাচ্চা নিজেরাই বড় করতে পারে খুব ভাল ভাবে।

নতুন অবস্থায় যা দেখা যায় সবই ভাল লাগে আর কিনে ফেলতে ইচ্ছা করে। নতুনদের আমি আরেকটি কথা বলছি কাউকে বিশ্বাস করবেন না এমনকি খুব কাছের কবুতর পালক বন্ধুটিকেও না,  যাই কিনবেন নিজে দেখেশুনে কিনুন, বন্ধুদের পরামর্শ নিতে পারেন।

আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই ইমপোর্ট করা কবুতর ইমপোর্ট করার সাথে সাথে আপনাদের না কিনাই উত্তম। কারন ইমপোর্ট করা কবুতর বেশির ভাগই ইউরোপ ও দুবাই থেকে আনা হয় যার আবহাওয়া ও পরিবেশের আমাদের সাথে মিল নাই, আমাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে এদের কিছুদিন সময় লাগে, তাই এই অবস্থায় কবুতরের যে যত্ন নেয়া প্রয়োজন সেটা হয়তো আপনি নাও জানতে পারেন, এতে করে আপনার কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আর আপনার যেহেতু অভিজ্ঞতা কম তাই আপনি ঠিক মত ট্রিটমেন্টও দিতে পারবেন না। আল্লাহ না করুক যদি আপনার জোড়ার একটি কবুতর মারা যায় তাহলেও আপনাকে জোড়া মিলাতে অনেক বেগ পেতে হবে আর প্রথম অবস্থায় একটা দামি কবুতর মারা গেলে আপনি হয়তো কবুতর পালার প্রতি উৎসাহ হারিয়ে ফেলতে পারেন, তাই আপনাদের জন্য সবচেয়ে ভাল, বাচ্চা কিনে বড় করা এতে আপনার অনেক  লাভ হবে।

এক- অভিজ্ঞতা হবে। 
দুই- ছয় মাস পর এই কবুতরের বাচ্চা গুলি ব্রিডিং জোড়া হয়ে যাবে। 
তিন- তখন আপনি চাইলে যে দামে কিনেছিলেন তার তিনগুন দামে বিক্রয় করতে পারবেন। 
চার- যদি একটি বাচ্চা মারাও যায় বাকি একটা বিক্রি করলে আপনার ইনভেস্টের টাকা চলে আসবে।
পাচ- বাচ্চা বড় হলে আপনার খামার ও 

পরিবেশের সাথে খুব ভাল ভাবে মানিয়ে যাবে যা থেকে আপনি ভাল আউটপুট পাবেন।

যারা নতুন কবুতর পালা শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

আমাদের আরো কিছু পোস্টঃঃ

[কবুতর পালন] কবুতরের ইতিহাস ও দৈহিক বৈশিষ্ট্য। History and physical characteristics of পিগেওন্স


[কবুতর পালন] কবুতরের সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য। Some information about pigeons.


[কবুতর পালন] জালালি কবুতরের ইতিহাস। History of Jalali Kabutar.


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ