[কবুতর পালন] কবুতর পালন কিভাবে শুরু করবেন। How to start observance pigeons.


কবুতর পালন কিভাবে শুরু করবেন।


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । kobutor.net এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।  আজকের আলোচনার বিষয়  নতুনরা কি ভাবে কবুতর পালান শুরু করবেন    


যারা কবুতর পালনে নতুন তাদের জন্য কিছু কথা।

পড়ার জন্য অনুরোধ রইলো। ক্ষুদ্র জ্ঞান থেকে কিছু কথা।

কবুতর মূলত সখের পাখি, কবুতর সখ করে মানুষ পালন করে।
*সখ এতোটাই গভীর যে ভালোবাসার স্থান জায়গা করে নেয়।
*কবুতরের প্রতি ভালোবাসা না থাকলে কবুতর পালা আপনার দ্বারা সম্ভব না।
*কবুতর পালতে হলে প্রথমেই আপনাকে কবুতর সম্পর্কে জানতে হবে বুঝতে হবে জানা বা বুঝা মানে এই নয় যে শুধু ১০/১২ টা কবুতরের নাম জানলাম,কবুতর দিয়ে রেস করে,কবুতর বিক্রি করে টাকা ইনকাম করলাম এটা জানা বা বুঝা নয়। প্রকৃতপক্ষে কবুতের রোগ-ব্যাধি,কবুতরের মান সম্মত খাবার,রোগের ভেকসিন/ঔষধ ইত্যাদি।
*সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর পালনের জায়গা,খাঁচা(লফ্ট) সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
*তবে জেনে রাখবেন কবুতর সখের পাখি মানুষ সখ করে পালে, এটাকে নিজের ব্যবস্যার পন্য মনে করবেন না। হ্যা আপনি ক্রয় বিক্রয় করতে পারেন। আপনার যদি অধিক কবুতর পালনে সমাস্যা হয়, জায়গার অভাব, নতুন কেউ সখ করে কবুতর কিনতে চাইলে ইত্যাদি।
* আপনার কাছের,আশেপাশের বা এই গ্রুপের বড় ছোট সকল ভাই/বোনদের কাছ থেকে জানুন বুঝুন পরবর্তীতে যদি মনে হয় যে কবুতর পালন আপনার জন্য তাহলে আপনাকে স্বাগতম।

কবুতর পালন কিভাবে শুরু করবেন।

বাজার থেকে কবুতর কেনার আগে ও পরে

১. আপনার আশেপাশে অভিজ্ঞ ভাই/বন্ধু থাকলে তাকে সঙ্গে নিয়ে যাবেন।
২. কবুতরের মুখের ভিতর, পায়ুপথ ভালো করে দেখে নিবেন।
৩. কবুতরের ওজন ঠিক আছে কিনা দেখা নিবেন।
৪. বয়স্ক কবুতর নিবেন না; বয়স্ক কবুতরে শুকনা থাকে, শরিরের মাংস কম থাকে।
৫. কবুতর বাসায় এনে ৩ দিনের কোয়ারান্টাইন রাখবেন।

৩দিন কবুতরকে কি কি ঔষুদ দিবেন

১.কৃমি ঔষুদ। 
২.এন্টিবায়োটিক (জ্বর,ঠান্ডা) 
৩. ভিটামিন দিলে ভালো হবে।
৪. জীবাণু নাশক দিয়ে গোসল করাবেন
তারপর খোপে দিবেন

* অন্যথায়, আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে।

নিচে কিছু কবুতরের নাম ও দাম সর্ম্পকে ধারণা দেয়া হল

১. গিরিবাজ ( Gribaz) দাম (৫০০-২০০০০)

২. গোলা ( Gola ) দাম (৫০০-২০০০০)

৩. লক্ষা ( Lokkha ) দাম (৩০০০-৮৫০০০)

৪. সিরাজী ( shirazi) দাম (৩০০০-৩৫০০০)

৫. য্যাকবিন ( Jacobin) দাম
(৫০০০-৮০০০০)

৬. হুমা ( Huma) দাম ( ৩০০০-১০০০০০ )

৭. ম্যাকপাইপুটার ( Magpie Pouter ) দাম
( ১০০০০-১৫০০০০)

৮.কিং (King) দাম ( ৮০০০-৫০০০০)

সতর্ক থাকুন নিরাপদ রাখুন আপনার প্রিয় কবুতর গুলো

"🖤আপনার জন্য শুভ কামনা💜"



বিঃদ্রঃ আজকে এই পর্যন্তই আমাদের ব্লকের সাথে থাকুন। আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা শুধু কবুতর নিয়েই আমাদের এই সাইট। কবুতর নিয়ে যা জানার, সব এখান থেকে জানতে পারবেন। ধন্যবাদ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ